ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাজধানীর গুলিস্তান ও মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

গুলিস্তানে বেলা ২টার দিকে ও মিরপুর ১ নম্বরে বিকেল সাড়ে ৩টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ দুটি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেলা ২টার দিকে গুলিস্তানে ও মিরপুর ১ নম্বরে বিকেল সাড়ে ৩টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট বেলা ২টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।


মো. হাসিন নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আগুন দেয়ার পর যাত্রীরা দ্রুত দরোজা ও জানালা দিয়ে বাইরে বেরিয়ে যান। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে বাসটির সব কটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর ১০ নম্বর হয়ে আসা আলিফ পরিবহনের একটি বাস মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হল মোড় পার হওয়ার সময় তাতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।


প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, কয়েক যুবক বাসের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। তারাই আবার আগুন আগুন করতে করতে নেমে যায়। যাত্রীরাও আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে পড়েন।

ads

Our Facebook Page